ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে নারী মাদক কারবারির যাবজ্জীবন

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে নারী মাদক কারবারির যাবজ্জীবন

সিরাজগঞ্জে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট রাখার দায়ে মাদক ব্যবসায়ী রোকছানা বেগমকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেইসাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং একই ধারায় ১ বছর সশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। ওই নারী সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর রেলওয়ে কলোনি মহল্লার রেজাউল করিমের স্ত্রী। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। এ সময় ওই নারী আসামি অনুপস্থিত ছিল। ওই আদালতের পিপি আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ২০১৭ সালের ১৫ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে ওই মহল্লায় অভিযান চালিয়ে রোকছানাকে গ্রেপ্তার করে র‌্যাব-১২ সদস্যরা। এ সময় তার কাছ থেকে ২২৫ গ্রাম হেরোইন ও ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়। এ মামলার তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক রায় ঘোষণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত