ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জব্দ ৪০ মণ ইলিশ এতিমখানায় বিতরণ

জব্দ ৪০ মণ ইলিশ এতিমখানায় বিতরণ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ আহরণ করায় ৪০ মণ ইলিশ জব্দ করা হয়েছে। পরে মাছগুলো ১১টি এতিমখানা ও ১০টি সরকারি শিশু পরিবারের মাঝে বিতরণ করা হয়। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পতেঙ্গা থেকে সমুদ্রে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইলিশ আহরণ করার দায়ে ৪০ মণ ইলিশ জব্দ করা হয়। জব্দ ইলিশ মাছগুলো আমরা স্থানীয় ১১টি এতিমখানা ও ১০টি সরকারি শিশু পরিবারের মাঝে বিতরণ করেছি। তিনি আরো বলেন, এছাড়া অভিযানে দুইটি ফিশিং বোট ও ১ লাখ মিটার ইলিশ ধরার জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল ও নৌকা বাংলাদেশ নৌবাহিনীর হেফাজতে দেওয়া হয়। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট আলী হাসান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত