ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নিম্ন আদালত মনিটরিং

দায়িত্ব পেলেন হাইকোর্টের ১৩ বিচারপতি

দায়িত্ব পেলেন হাইকোর্টের ১৩ বিচারপতি

দেশের আট বিভাগের অধঃস্তন আদালত মনিটরিংয়ের জন্য কমিটি পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি। হাইকোর্টের ১৩ জন বিচারপতিকে এই মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে এরইমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একইসঙ্গে সাচিবিক সহায়তার জন্য বিচার বিভাগীয় ১৩ কর্মকর্তাকেও দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে দেশের ৮ বিভাগে নিম্ন আদালত মনিটরিংয়ের জন্য ৮টি কমিটি গঠন করে দিয়েছিলেন বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গত ২৬ সেপ্টেম্বর শপথ নেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দায়িত্ব নেয়ার পরপরই নতুন প্রধান বিচারপতি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত