ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আশুগঞ্জে চার মাদককারবারি গ্রেপ্তার

আশুগঞ্জে চার মাদককারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ৩৫০ বোতল ফেনসিডিল ও ৪৭ বোতল বিদেশি মদসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পাচারে ব্যবহৃত দুটি কার্গো ট্রাক জব্দ করা হয়। গতকাল বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদককারবারিরা হলেন- সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ইছামতি গ্রামের আব্দুস শুকুরের ছেলে ফয়সল আহমদ (৩০) ও একই উপজেলার ব্রাহ্মণগ্রামের আফতর হোছাইনের ছেলে মাসুদ এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার মুনসুরের ছেলে রাকিব (৩২) ও কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বাধেরা গ্রামের অনিল চন্দ্র দাশের ছেলে রুমন চন্দ্র দাশ (১৯)। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহাম্মেদ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযানে একটি কার্গো ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৫০ বোতল ফেনসিডিলসহ ২ জন এবং অপর আরেকটি কার্গো ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৭ বোতল বিদেশি মদসহ আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত দুটি কার্গো ট্রাক জব্দ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত