যাত্রাবাড়ীতে তিন মাদককারবারি গ্রেপ্তার
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২০ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলার পাড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন মোহাম্মদ মহশীন (২৩), মো. খোকন (২৬) ও মো. আরমান হোসেন (২০)। অভিযানে তাদের কাছ থেকে আনুমানিক ৬ লাখ ৬২ হাজার ৫০০ টাকা মূল্যমানের ২০ কেজি গাঁজা ও ২৫ বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি লড়ি জব্দ করা হয়। গতকাল দুপুরে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদককারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।