ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বরিশালে ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু

বরিশালে ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু

বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। গতকাল দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণমণ্ডল এ তথ্য নিশ্চিত করেন। মৃতরা হলেন, গৌরনদী উপজেলার সম্পা বসু (৪০) ও বানারীপাড়া উপজেলার যুধিষ্ঠির (৮০)। তারা দুইজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ডা. শ্যামল কৃষ্ণমণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৩ হাজার ৩১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরই মধ্যে সুস্থ হয়েছেন ৩২ হাজার ৫৩৯ জন। বিভাগে এখন পর্যন্ত ১৫৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১২০ জন, ভোলা সদর হাসপাতালে ৯ জন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে ১২ জন, পটুয়াখালীর দুই হাসপাতালে সাতজন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ৫৫ জন, পটুয়াখালীতে ১৭ জন, পিরোজপুরে ৪২ জন, ভোলায় ১৬ জন ও বরগুনায় চারজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গতকাল সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৬২৬ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত