ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাবালিয়া ক্যাম্পে হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে : জাতিসংঘ

জাবালিয়া ক্যাম্পে হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে : জাতিসংঘ

গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলের নৃশংস বোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৯৫ জন। নিখোঁজ রয়েছেন ১২০ জন। এই বৈষম্যমূলক হামলা যুদ্ধাপরাধ বলে গণ্য হতে পারে বলে বলছে জাতিসংঘ। গাজায় ক্যান্সারে আক্রান্ত রোগীদের একমাত্র চিকিৎসা দেয়া হয় টার্কিশ-প্যালেস্টাইনিয়ান ফ্রেন্ডশিপ হাসপাতালে। জ্বালানি ফুরিয়ে যাওয়ায় তারা হাসপাতাল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। অন্যদিকে ব্যাকআপ জেনারেটর ব্যবহার করে কোনোরকমে চলছে ইন্দোনেশিয়া হাসপাতাল। ওদিকে মানবিক কারণে যুদ্ধ বিরতিতে সমর্থন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এটাই প্রথমবার তিনি নিজে এমন আহ্বান জানালেন। রাফা সীমান্ত দিয়ে ৫৯৬ জন বিদেশি ও দ্বৈত নাগরিকত্ব আছে এমন মানুষকে দেশ ছাড়তে অনুমতি দিয়েছে গাজা বর্ডার অ্যান্ড ক্রসিং অথরিটি। তাদের গত বৃহস্পতিবার রাফাহ ক্রসিং দিয়ে গাজা ছাড়ার কথা। এর আগে বুধবার ৮১ জন মারাত্মক অসুস্থ ব্যক্তিসহ প্রথম গ্রুপটি এই সীমান্ত অতিক্রম করে। ওদিকে ৭ই অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা কমপক্ষে ৮৮০৫। ইসরাইলে নিহত হয়েছে কমপক্ষে ১৪০০ মানুষ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত