ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভারত-বাংলাদেশ প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ভারত-বাংলাদেশ প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গ্রীনল্যান্ড ডুয়ার্স ভেটেরান্স ক্লাব, ভারত বনাম সোনালি অতীত ক্লাবের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সোনালি অতীত ক্লাব, পাটগ্রাম এই প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। গোলশূন্য সমতায় খেলা শেষ হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন, আলহাজ বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি লালমনিরহাট। বিশেষ অতিথি রুহুল আমীন বাবুল, চেয়ারম্যান উপজেলা পরিষদ পাটগ্রাম; রাশেদুল ইসলাম সুইট, মেয়র, পাটগ্রাম পৌরসভা; নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার পাটগ্রাম, ফেরদৌস ওয়াহিদ, ওসি, পাটগ্রাম থানা। খেলায় সভাপতিত্ব করেন, ওয়াজেদুল ইসলাম শাহীন, সভাপতি সোনালি অতীত ক্লাব ও সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পাটগ্রাম। ভারতীয় টিমের কোচ সতেন্দ্র নাথ রায় বলেন, আমরা ৩০ জন খেলোয়াড় ১ মাসের সফরে বাংলাদেশে এসেছি। এ সময়ে আমরা বাংলাদেশের বিভিন্ন উপজেলা ও জেলা টিমের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেলব। এরপর আবার আমরা ভারতে চলে যাব। ভারতীয় টিমের প্রতিনিধিত্ব করছেন শ্রী কৃষ্ণ কুমার দাস। এদিকে লালমনিরহাটের আদিতমারীতে আগামী মঙ্গলবার প্রথমবারের মতো বাংলাদেশ-ভারত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত