কাফরুলে কোল্ড স্টোরেজে এসি বিস্ফোরণে দগ্ধ ৪

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কাফরুল থানার মিরপুর-১৩ নম্বরে বিএফসি কোল্ড স্টোরেজে এসি লাগানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন দগ্ধ হয়েছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন, এসির টেকনিশিয়ান রাসেল মিজি (৪৫), মো. হযরত আরী রতন মৃধা (২৮), ফিরোজ হাওলাদার (৩২) এবং বিএফসি কোল্ড স্টোরেজের মার্কেটিং ম্যানেজার জামিলুর রহমান (৪৫)। তাদের হাসপাতালে নিয়ে আসা মালিক মিজানুর রহমান বলেন, গতকাল বিকেলের দিকে আমার মালিকানাধীন কোল্ড স্টোরেজে এসি লাগানোর কাজ করছিল তিনজন এসি টেকনিশিয়ান। এ সময় কাজের তদারকি করছিল আমার ছোট ভাই মার্কেটিং ম্যানেজার জামিলুর রহমান। এসি টেস্ট করতে গিয়ে কোল্ড স্টোরেজ সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমার ভাইসহ তিনজন টেকনিশিয়ান দগ্ধ হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে প্রথমে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, কাফরুলে দগ্ধ চারজনকে প্রথমে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। ঢামেকের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।