ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সুন্দরবনে কত বাঘ আছে জানা যাবে আগামী বছরের ২৯ জুলাই

সুন্দরবনে কত বাঘ আছে জানা যাবে আগামী বছরের ২৯ জুলাই

সুন্দরবনের অনেক প্রাণী এখন আর চোখে পড়ে না, প্রায় বিলুপ্তির পথে। তবে বিলুপ্তির পথে রয়েছে বনের রাজা রয়েল বেঙ্গল টাইগারও। প্রতি বছরের মতো এবারও বাঘের সংখ্যা বাড়ছে কি না, জরিপ চালানো হয়েছে। বাঘের সংখ্যা এবং সংরক্ষণে এ জরিপ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। গতকাল রোববার দুপুরে বনের হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্র থেকে এর উদ্বোধন করা হয়। উপমন্ত্রী বলেন, সুন্দরবন বাঁচলে বাঘ বাঁচবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত