ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন থেকে দুইটি ককটেল উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল ১০টা ৪০ মিনিটে ভবনের নিচতলার ১১০৬ নম্বর কক্ষের ওয়াশরুম থেকে এসব ককটেল উদ্ধার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) টিম। তবে কে বা কারা এ ঘটনায় জড়িত, তা এখনো জানা যায়নি। কলা ভবনের একাধিক কর্মকর্তা সূত্রে জানা যায়, ভবনটির নিরাপত্তা প্রহরী মো. আলী হোসেন ভবনের নিচতলার ১১০৬ নম্বর কক্ষের ওয়াশরুমে সকাল ১০টার দিকে ককটেলসদৃশ দুইটি বস্তু দেখতে পান। পরবর্তীতে বিষয়টি তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমানকে জানালে তিনি শাহবাগ থানাকে বিষয়টি অবগত করেন।