অগ্রযাত্রাকে ব্যাহত করতে বিএনপি জামায়াত ষড়যন্ত্রে মেতেছে
বললেন পলক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নাটোর প্রতিনিধি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা আবারো ষড়যন্ত্রে মেতে উঠেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার নেপথ্য নায়ক ও এ মামলার সাজাপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান লন্ডনে পালিয়ে থেকে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। তাদের সব ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে চলমান রাখাসহ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে আবারো নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। গতকাল দুপুরে নাটোরের সিংড়া গোলই আফরোজ সরকারি কলেজ মাঠে আয়োজিত সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সুবিধাভোগিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এরআগে উপজেলার শেরকোল থেকে চৌগ্রাম পর্যন্ত ১২৫ কোটি টাকা ব্যয়ে ৭ কিলোমিটার সড়ক ও চৌগ্রাম থেকে নাটোরের শেষ সীমানা পর্যন্ত ১১৪ কোটি টাকা ব্যয়ে ৯ কিলোমিটার নাটোর-বগুড়া সড়কে ৪ লেন কাজের ভিত্তি প্রস্তরের ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি। পলক বলেন, স্বাধীনতাবিরোধী ও দেশদ্রোহী এবং বিএনপি-জামায়াতের সব হত্যাচেষ্টা ভুলে গিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য বদলের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।