ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দুবাই থেকে আমদানি হচ্ছে ৫০ হাজার টন গম

দুবাই থেকে আমদানি হচ্ছে ৫০ হাজার টন গম

দুবাই থেকে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির উদ্যোগ নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। প্রতি মেট্রিক টন ২৯৪ দশমিক ৯৫ ডলার (শুল্ক ও ভ্যাট ছাড়া) দরে এ গম আমদানিতে মোট ব্যয় হবে ১ কোটি ৪৭ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬২ কোটি ৯৫ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা। গতকাল অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। দরপত্র যাচাই-বাছাই শেষে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স গ্রেইন-ফ্লাওয়ার ডিএমসিসিকে গম সরবরাহ করবে। বৈঠক শেষে এসব তথ্য সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিসভা বিভাগের অতিরিক্ত সচিব মাঈদ মাহবুব খান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত