ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে সদস্যদের জন্য হেপাটাইটিস বি ভাইরাসের টিকা প্রদান করা হয়েছে। গতকাল ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে এই টিকা দেওয়া হয়। বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই টিকা দেওয়ার কর্মসূচি অনুষ্ঠিত হয়। টিকা দেওয়ায় সার্বিক সহযোগিতা করে স্বাস্থ্য অধিদপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। প্রধান অতিথি বলেন, সুস্থ মানুষদের নিয়মমাফিক টিকা দেওয়ার ফলে ৯৫ শতাংশের বেশি মানুষ সুরক্ষিত থাকেন। যেসব মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিন্তু টিকা নেননি, তাদের ক্ষেত্রে টিকা দিয়ে হেপাটাইটিস বি রোগ প্রতিরোধ করা সম্ভব। হেপাটাইটিস বি এমন একটি ভাইরাস, যা আমাদের লিভারকে আক্রান্ত করে। এতে আক্রান্তরা কেউ কেউ অল্প সময়েই আরোগ্য লাভ করেন। আবার অনেকের রোগ ভালো হতে দীর্ঘ সময় লেগে যায়। আর এই দীর্ঘমেয়াদি সংক্রমণই বিপজ্জনক। আক্রান্ত ব্যক্তির রক্ত এবং দেহ নির্গত যেকোনো ধরনের তরলের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। অরক্ষিত যৌন মিলন, মা থেকে শিশুর দেহে, আক্রান্ত ব্যক্তির দেহে ব্যবহৃত ইনজেকশনের সুই, ট্যাটু করার যন্ত্র, রেজার বা টুথব্রাশ ব্যবহার করলে হেপাটাইটিস সংক্রমণ হতে পারে।