ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে শহিদ শংকু সমজদার বিদ্যা নিকেতনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

রংপুরে শহিদ শংকু সমজদার বিদ্যা নিকেতনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

রংপুরের প্রথম শহিদ শংকু সমজদার বিদ্যা নিকেতনে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে বিজ্ঞানমেলার উদ্বোধন করেন রংপুর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আল-আামিন হোসেন তালুকদার। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু, কারমাইকেল কলেজের ভূতপূর্ব অধ্যাপক মো. শাহ আলম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও স্কুলের উপদেষ্টা উমর ফারুক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক আইরিন আক্তার, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের চিকিৎসক ডা. মাহনাজ ইসলাম মৈত্রি ও সংগঠক মাহমুদুন্নবী বাবুল। প্রতিষ্ঠান প্রধান আফিফা ইশরত চেতনা সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন বিজ্ঞান মেলা আয়োজন কমিটির আহ্বায়ক লিপি আক্তার। মেলায় শিশুরা বিজ্ঞানের বিভিন্ন মজার মজারবিষয় উপস্থাপন করেন। ড. মো. আল-আামিন হোসেন শিশুদের উপস্থাপনায় বিস্ময় প্রকাশ করেন ও স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা অভিমত ব্যক্ত করেন, একটি বিজ্ঞানমনস্ক জাতি গঠনে বিজ্ঞানচর্চার কোনো বিকল্প নেই। বিজ্ঞানমেলার উদ্বোধন শেষে অতিথিবৃন্দ স্টলগুলো ঘুরে দেখেন ও শিশুদের সঙ্গে তাদের আবিষ্কার নিয়ে কথা বলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত