ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতের অর্জনে নার্সদের ভূমিকা সবচেয়ে বেশি

স্বাস্থ্য খাতের অর্জনে নার্সদের ভূমিকা সবচেয়ে বেশি

স্বাস্থ্য খাতের অর্জনে নার্সের ভূমিকা সবচেয়ে বেশি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মহাখালী নার্সিং কলেজ প্রাঙ্গণে নার্স শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র (এনটিটিসি) প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাহিদ মালেক বলেন, আমাদের স্বাস্থ্য খাতে অনেক অর্জন আছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। টিকাদান কর্মসূচিতে আমরা বিশ্বব্যাপী সমাদৃত। আমাদের প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো হয়েছেন। আমাদের অনেকগুলো মেডিকেল কলেজ হয়েছে, অনেকগুলো ইউনিভার্সিটি হচ্ছে। জেলা উপজেলা হাসপাতাল আধুনিকায়ন হচ্ছে। জেলা হাসপাতালে আইসিইউ এবং ডায়ালাইসিসের ব্যবস্থা হয়েছে, যা আগে ছিল না। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাকালীন সময়ে ডাক্তার নার্স সবাই চিকিৎসা সেবা দিয়েছেন। নার্সরা কোনো অংশে কম সেবা দেননি। নিজের জীবনের ঝুঁকি নিয়েও ডাক্তার-নার্স মানুষের সেবা দিয়েছেন। অনেক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারাও গেছেন। কিন্তু কেউ কাজ ছেড়ে যাননি, সবাই সেবা দিয়েছেন। যার ফলে করোনা নিয়ন্ত্রণে এশিয়ায় প্রথম এবং বিশ্বে পঞ্চম হয়েছে বাংলাদেশ। এই অর্জনগুলোতে যেমন ডাক্তারদের অবদান রয়েছে, তেমনি নার্স এবং টেকনিশিয়ানদেরও অবদান আছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত