জয়পুরহাটে ‘খনিজ সম্পদের যথাযথ ব্যবহার করি স্মার্ট বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে জয়পুরহাটে শীর্ষক অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালাজি, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আইএমএমএম, বিসিএসআইআর ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন, বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখ। অন্যান্যদের মধ্যে বক্তব্যে দেন- অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. প্রদীপ কুমার বিশ্বাস, ব্যবসায়ী আমিনুল বারীসহ অন্যরা। কর্মশালায় বক্তারা বলেন, জয়পুরহাট বিজ্ঞান ও শিল্প গবেষণাগারে উদ্ভাবিত দেশীয় পণ্য ব্যবহার করে নানামুখী শিল্পকারখানা গড়ে তোলা সম্ভব।