ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাইবার সচেতনতা বৃদ্ধির আহ্বান’

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাইবার সচেতনতা বৃদ্ধির আহ্বান’

রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা এজেন্সি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে সাইবার নিরাপত্তাবিষয়ক আইন ও বিধিবিধান বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বিভাগীয় কমিশনার রাজশাহীর সম্মেলন কক্ষে ‘সাইবার সচেতনতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ড. মো. মোকছেদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জসীম উদ্দীন হায়দার এবং জেলা প্রশাসক শামীম আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের বিভিন্ন উদ্যোগসমূহ তুলে ধরেন। তিনি বলেন, টেকসই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সাইবার সচেতন হওয়ার পাশাপাশি সাইবার অপরাধ প্রতিরোধে একসঙ্গে কাজ করতে হবে। বিভাগীয় কমিশনার আরও বলেন, সাইবার নিরাপত্তার ক্ষেত্রে সর্বদা নিজেদের সাম্প্রতিক সাইবার ঝুঁকি সম্পর্কে অবহিত থাকতে হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সাইবার নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় সব সরকারি সেবাসমূহের এপ্লিকেশন সরকারি ডাটা সেন্টারে হোস্টিং করার বিষয় তুলে ধরেন এবং সাইবার দুর্ঘটনা ঘটার পূর্বেই সবাইকে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে সাইবার সিকিউরিটি স্কিল বাড়ানোর জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ জরুরি। ডাটা নিরাপত্তা, ক্লাউড সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি এবং অন্যান্য সাইবার সিকিউরিটি বিষয়ে আলোচনা করেন তিনি। সেমিনারে ডিজিটাল নিরাপত্তা এজেন্সির সহকারী পরিচালক এসএম মান্নানের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান। এ ছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২০ বিজয়ী ও সাইবার টিনস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাদাত রহমান। সাইবার টিনস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাদাত রহমান তার বক্তব্যে বলেন- সাইবার বুলিং প্রতিরোধে করণীয় সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং কিশোর-কিশোরীরা সাইবার বুলিংয়ের শিকার হলে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত হটলাইন নম্বর-১৩২১৯ এ অবহিত করতে বলেন। মূল প্রবন্ধ উপস্থাপক ও ডিএসএ’র মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেন- নতুন পাশকৃত সাইবার নিরাপত্তা আইন-২০২৩ এর প্রয়োজনীয়তা এবং সাইবার নিরাপত্তার বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা এজেন্সির বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। উল্লেখ্য, বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহীর সহযোগিতায় সেমিনারে দেশের সাধারণ জনগোষ্ঠিকে সাইবার অপরাধ ও প্রযুক্তি আইন সম্পর্কে অবহিতকরণ এবং সাইবার অপরাধ প্রতিকারে তাদের দক্ষতা বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত