চাঁদপুরে যাত্রীবাহী বাসচাপায় গৃহবধূর মৃত্যু
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের বাবুরহাট-পেন্নাই সড়কের লালদিয়া এলাকায় জৈনপুর পরিবহণের যাত্রীবাহী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মায়মুনা আক্তার (২০) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরো দুই যাত্রী আহত হয়। গতকাল শনিবার বিকালে ওই এলাকার লালদিয়া মাদ্রাসা সংলগ্ন সড়কে যাত্রীবাহী বাসটি স্ট্যান্ড থেকে ঘুরিয়ে নেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মায়মুনা সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকার ভরঙ্গারচর গ্রামের শফিকুর রহমান ওরফে আবুবক্করের স্ত্রী। তার বাবার বাড়ি বিষ্ণুপুর ইউনিয়নের কাজীর বাজার এলাকায়। পিতার নাম মো. মিজানুর রহমান। ঘটনাস্থল এলাকার বাসিন্দা আবুল বাসার মুন্সী জানান, যাত্রীবাহী ওই বাসটি বাবুরহাট স্ট্যান্ড থেকে রাস্তা ঘুরিয়ে নিয়ে যাওয়ার সময় মতলব রোডের দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় এবং বাসটি রাস্তার পাশে গিয়ে পড়ে যায়। ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয়। চালকসহ আহত দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে যাওয়া হয়। তবে বাসটি ঘুরানোর সময় চালক ছিল না। বাসের হেলপার বাসটি ঘুরিয়ে নিয়ে যাচ্ছিলেন। চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কফিল উদ্দিন জানান, আমরা ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছি। বাস ও অটোরিকশা থানা হেফাজতে আছে। বাসের চালক ও হেলপার পালিয়েছে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছে। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত নারীর পরিবার থেকে ময়নাতদন্ত না করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বরাবর দরখাস্ত করা হয়েছে।