ঠাকুরগাঁও জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষন বর্মন, ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন প্রমুখ। এই সময় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন। সভায় ঠাকুরগাঁও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিকল্পে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।