ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অপরাধ নির্মূলে প্রশংসনীয় ভূমিকা

কক্সবাজারে শ্রেষ্ঠ সার্কেল রাসেল, শ্রেষ্ঠ ওসি জোবাইর

কক্সবাজারে শ্রেষ্ঠ সার্কেল রাসেল, শ্রেষ্ঠ ওসি জোবাইর

অপরাধ নির্মূলে প্রশংসনীয় ভূমিকা রাখায় সপ্তমবারের মতো শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রাসেল পিপিএম সেবা। একই সঙ্গে শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছে টেকনাফ মডেল থানার (সদ্য বিদায়ী) মোহাম্মদ জোবাইর সৈয়দ। গতকাল বুধবার কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাদের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করা হয়।

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম পিপিএম (বার)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল ইসলাম (সদ্য এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শাকিল আহমেদ (সদ্য এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি) অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার, (চকরিয়া সার্কেল) এম. এম. রকীব উর রাজা, সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) রাম প্রসাদ ভক্তসহ সিআইডি, এপিবিএন এর প্রতিনিধিগণ এবং ৯টি থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট থেকে আগত ইনচার্জবৃন্দ। ওই অপরাধ পর্যালোচনা সভায় অক্টোবর মাসের পারফরম্যান্স বিবেচনায় অভিন্ন মানদ-ে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রাসেল পিপিএম-সেবা নির্বাচিত হন এবং তাকে ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার। এছাড়া শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছে (সদ্য বিদায়ী) টেকনাফ মডেল থানার মোহাম্মদ জোবাইর সৈয়দ।

আলোকিত বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত