ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

এনজিও শেডের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এনজিও শেডের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর হেল্থ এক্সটেনশন অ্যান্ড ডেভেলপমেন্ট (শেড)-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী গত বুধবার শেডের কক্সবাজারস্থ লিয়াজোঁ অফিসে কেক কেটে উদযাপন করা হয়।

শেড-এর নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মদ উমরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা করেন।

অনুষ্ঠানে নির্বাহী পরিচালক বলেন, যে শেডের এই দীর্ঘ যাত্রা ও পথ পরিক্রমায় সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যক্তি ও সংস্থার সার্বিক সহযোগিতায় শেড বর্তমানে একটি সুপ্রতিষ্ঠিত সংস্থা হিসাবে সুপরিচিত হয়েয়ে। দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, জাতিসংঘভুক্ত সংস্থা বিশেষ করে ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লিউএফপি, আইওএম প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের নিরবছিন্ন সহযোগিতার জন্য। শেড ১৯৮৯ সালের ১৫ নভেম্বর এনজিওবিষয়ক ব্যুরো কতৃক নিবন্ধিত হয়ে অদ্যাধি দেশের আর্থসামাজিক উন্নয়ন ও মানব কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। আন্তর্জাতিক সংস্থা আইসিডিডিআর,বি-এর সহযোগিতায় কমিউনিটিভিত্তিক সংগঠন হিসাবে টেকনাফ উপজেলায় ছোট্ট পরিসরে শেড তার যাত্রা শুরু করে বিগত ৩৪ বছরে কক্সবাজার জেলার সবক’টি উপজেলার ব্যাপ্তি ছাড়িয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে এর কর্মকাণ্ড সম্প্রসারিত করেছে নির্বাহী পরিচালক শেডের প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত নির্বাহী কমিটির প্রয়াত ও বর্তমান কমিটির সব সম্মানিত সদস্যদের ও আইসিডিডিআর, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেড-এর সুনাম রক্ষায় ও ভবিষ্যৎ শেড সফলতা অব্যাহত রাখতে সর্বস্তরের কর্মীদের আহ্বান জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত