ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঘাটাইলে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঘাটাইলে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিশুদের মেধা-বিকাশের লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী স্কলারশিপ ফাউন্ডেশনের আয়োজনে শিশু বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় ঘাটাইল উপজেলার সাগরদিঘী কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের ঘাটাইলসহ সখীপুর, মধুপুর এবং ফুলবাড়িয়া উপজেলার প্লে শ্রেণি থেকে অষ্টম শ্রেণির মোট ৬০২ জন শিশু শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। ‘সাগরদিঘী শিশু বৃত্তি ২০২৩’-এর আয়োজক কমিটি জানায়, অংশগ্রহণকারীদের মধ্য থেকে ট্যালেন্টপুলে পাঁচ শতাংশ এবং সাধারণ গ্রেডে সাত শতাংশ হারে শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মাওলানা মো. হাবিবুল্লাহ বাহার এমএ, সাগরদিঘী কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা ও সাগরদিঘী উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এসকান্দার হক, আওয়ামী লীগ নেতা মো. শাহাদাত সিকদার, সাগরদিঘী পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো. হুমায়ুন কবির প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত