ঘূর্ণিঝড় মিধিলি
শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কায় চাষিরা
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুমিল্লা প্রতিনিধি
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সৃষ্ট নিম্নচাপের কারণে শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চাষিরা। গতকাল বৃষ্টিতে পানি জমেছে উপজেলার বিভিন্ন মাঠের কিছু কিছু খেতে। ফলে সদ্য বপন করা সবজি বীজ ও রোপণ করা সবজির চারা নষ্টের শঙ্কায় উপজেলার শীতকালীন সবজি চাষিরা। উপজেলার দুলালপুর এলাকার সবজি চাষি এনামুল বলেন, ১৫ শতক জমিতে ফুলকপি ও বাঁধাকপি আবাদ করেছিলাম। আবহাওয়া অনুকূলে থাকায় সবজি ভালোমতো বেড়ে উঠছিল। হঠাৎ করে আসা ঘূর্ণিঝড় মিধিলির কারণে ঝরা টানা বৃষ্টিতে সবজির ক্ষতির আশঙ্কায় আছি। কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩১০ হেক্টর। তবে ঘূর্ণিঝড় মিধিলির কারণে সৃষ্ট এই বৈরী আবহাওয়া কাটিয়ে এ উপজেলায় শীতকালীন সবজি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত হবে বলে আশা করছেন স্থানীয় কৃষি বিভাগ। সরেজমিন দেখা গেছে, উপজেলার সিদলাই, দুলালপুর ও সদর ইউনিয়নের শীতকালীন সবজির মাঠে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ঝড়ো বাতাস ও টানা বৃষ্টির কারণে কোথাও কোথাও খেতে জমেছে পানি। কোনো কোনো খেতের বেড়ে ওঠা সবজি বাতাসে নুইয়ে পড়েছে মাটির সঙ্গে। সদ্য সবজি বীজ বপন করা খেতে পানি জমার ফলে সবজি বীজ নষ্টের শঙ্কায় রয়েছে চাষিরা। এদিকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে আমন ধানের মাঠেও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে কোনো কোনো আমন খেতে। ঝড়ো বাতাসে কোনো কোনো খেতের ধান মাটির সঙ্গে এলিয়ে পড়েছে।