নৈশপ্রহরীকে বেঁধে ১০ লাখ টাকার মালামাল লুট

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে নৈশপ্রহরীকে বেঁধে রেখে একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সংঘবদ্ধ দুর্বৃত্তরা তালা ভেঙে ভেতরে ঢুকে অনুমান দশ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। গতকাল শনিবার ভোররাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা বাজারে অবস্থিত সার-কীটনাশকের বিপণি বিতান হাজী ট্রেডার্সে এ ঘটনা ঘটে। পরে গতকাল সন্ধ্যায় ভুক্তভোগী ব্যবসায়ীর পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ভুক্তভোগী মোখলেছুর রহমান জানান, প্রতিদিনের মতো গত শুক্রবার সন্ধ্যায় ব্যবসায়িক কার্যক্রম শেষে ব্যবসা প্রতিষ্ঠানের সার্টারে তালা দিয়ে বাড়িতে যান। পরদিন ভোররাতে বাজারের একজন ব্যবসায়ী মোবাইল ফোনে ঘটনাটি আমাকে জানায়। পরে বাজারে এসে জানতে পারি সশস্ত্র ডাকাতদল নৈশপ্রহরী সোহরাব হোসেনকে প্রথমে বেঁধে ফেলে। এরপর ব্যবসাপ্রতিষ্ঠানের তালা ভেঙে ভেতরে ঢুকে সার-কীটনাশক ট্রাকে তুলতে থাকে। একপর্যায়ে বাজারের আরেক নৈশপ্রহরী বাদশা আলম এগিয়ে এলে তাকেও বেঁধে ফেলেন তারা। এভাবে তার ব্যবসাপ্রতিষ্ঠানের মালামালগুলো ট্রাকে তুলে নিয়ে চলে যায় দুর্বৃত্তরা।