ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

একবিন্দু রক্ত থাকতে বাংলাদেশকে ফিলিস্তিন হতে দেব না : স্বপন

একবিন্দু রক্ত থাকতে বাংলাদেশকে ফিলিস্তিন হতে দেব না : স্বপন

জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ মুসলমান জনগোষ্ঠীর আবাসভূমি অর্থনৈতিকভাবে উদীয়মান বাংলাদেশ রাষ্ট্রটি নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। একজন নির্ভিক, দৃঢ়চেতা, শক্তিশালী রাষ্ট্রনেতার ভিশনারি নেতৃত্বে বাংলাদেশের এই এগিয়ে চলা পৃথিবীর অনেক রাষ্ট্র ভালো চোখে দেখছে না। জাতির পিতা বঙ্গবন্ধুর দর্শন মোতাবেক আমরা কারো সঙ্গে বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্বের পররাষ্ট্রনীতি অনুসরণ করে চলছি। কিন্তু উদীয়মান অর্থনীতির রাষ্ট্র হিসেবে এবং ভৌগলিক স্ট্র্যাটেজিক কারণে আমাদের ওপর বিভিন্ন স্পর্শকাতর রাষ্ট্রজোটে যোগদানের চাপ রয়েছে। যা ভবিষ্যতে আমাদের নিরঙ্কুশ সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ফিলিস্তিনিদের মতো নিজ আবাসভূমিতে পর্যুদস্তু পরবাসী হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত