ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পেট্রল বোমায় নিহত গণেশের বিচার ৮ বছরেও শুরু হয়নি

পেট্রল বোমায় নিহত গণেশের বিচার ৮ বছরেও শুরু হয়নি

সিরাজগঞ্জে পেট্রল বোমায় নিহত পান বিক্রেতা গণেশ দাস (৩০) হত্যা মামলার ৮ বছরেও বিচার শুরু হয়নি। নিহতের পরিবার এরইমধ্যে চলে গেছে ভারতে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৫ সালে বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ চলাকালে ৩১ জানুয়ারি রাতে কড্ডা-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাঁতী এলাকায় সিএনজিতে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। এতে ঘটনাস্থলেই ওই পান বিক্রেতা নিহত হয় এবং দগ্ধ হয় চালক আলীসহ তিন যাত্রী। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় বিএনপি-জামায়াতের ১৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ এ মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ১ জুলাই ১৩০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এ মামলা অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতে বিচারাধীন রয়েছে। এ মামলায় ৮ বছরেও শুরু হয়নি বিচার কার্যক্রম। এ বিষয়ে যুগ্ম জজ তৃতীয় আদালতের এপিপি মহসিন খান রানা সাংবাদিকদের জানান, এ মামলা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (১) (এ) ধারার অংশটি বিভিন্ন সময় আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চার্জ গঠনের তারিখ পিছিয়ে গেছে এবং এ চার্জ গঠনের জন্য খুব শিগগিরই আদালতে আবেদন করা হবে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের এপিপি মো. শামসুল আলম বলেন, ২০২২ সালের ২০ অক্টোবর আদালতে মামলাটি শিফট হয়েছে। খুব শিগগিরই এ মামলার অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে এবং অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার কার্যক্রম শুরু হবে। এদিকে প্রায় ৬ বছর আগে নিহত গণেশের স্ত্রী রুপালি দাসের দুই সন্তান নিয়ে ভারতে পারি জমায়। তার বাবা-মা ও ৫ ভাই আগে থেকেই ভারতে রয়েছে। নিহত গণেশের দুই ছেলের নামে সরকারি অনুদান দেয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত