ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন মোকদম আলী (৫০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। একটি মামলায় ১ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন ওই কয়েদি। গত শনিবার রাত সাড়ে ৩টায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। কারাগার সূত্র জানায়, গত ১৭ নভেম্বর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে ৫০১ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ৩টায় তার মৃত্যু হয়। গত ১০ সেপ্টেম্বর তাকে মানিকগঞ্জ জেলা কারাগার থেকে চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছিল। তার বাবার নাম দারোগ আলী।