৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী
উদ্যাপন করল ঢাবির ম্যানেজমেন্ট বিভাগ
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘ম্যানেজমেন্ট ডে ২০২৩’ গতকাল উদ্?যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক এমডি ও সিইও খন্দকার আতাউর রহমান এবং অধ্যাপক আলী আক্কাস বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, ব্যবস্থাপনা ও লিডারশিপ ওতপ্রোতভাবে জড়িত। যে কোনো প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা ও ব্যবস্থাপকের দক্ষতার উপর। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ দেশে ব্যবস্থাপনা শিক্ষার প্রসার ও গবেষণার উন্নয়নে অত্যন্ত সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছে। এ ধারা অব্যাহত থাকবে এবং বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিভাগ যথাযথ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপাচার্য আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সমানভাবে প্রশিক্ষণ প্রদান করা হবে। সকল ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, জ্ঞান ও দক্ষতার সমন্বয় এবং উদ্ভাবনী চিন্তা-ভাবনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার জন্য উপাচার্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।