ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

খুলনায় কমেছে ডেঙ্গুর প্রকোপ

খুলনায় কমেছে ডেঙ্গুর প্রকোপ

জেলায় ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমেছে। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখা প্রয়োজন। জেলার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিস ও উচ্চরক্তচাপে আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং চারটি উপজেলা হাসপাতালের ভিশন কর্নারে চোখের চিকিৎসা ও চোখ পরীক্ষা করে চশমার পাওয়ার নির্ণয়ের ব্যবস্থা রয়েছে। খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নভেম্বর মাসের সভায় এ সব কথা বলেন সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান। গতকাল রোববার দুপুরে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন আরো বলেন, দেশব্যাপী অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সপ্তাহ চলছে। অ্যান্টিবায়োটিকের যথেষ্ট ব্যবহারের ফলে চিকিৎসা ক্ষেত্রে এর কার্যকারিতা নষ্ট হচ্ছে। তাই চিকিৎসকের পরামর্শ ব্যতীত অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি বন্ধ করা প্রয়োজন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ জানান, গত মাসে জেলা পুলিশের অধিক্ষেত্রে রুজু করা মামলা ছিল ১৬৫টি। এ সময়ে সড়ক-মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা রক্ষায় পিওএস যন্ত্রের মাধ্যমে ৩২১টি মামলায় প্রায় ১৪ লাখ ৮৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার রুবাইয়াত সানজিদ হোসেন জানান, খুলনা মেট্রোপলিটন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনে ও রাতে পুলিশের টহল বাড়ানো হয়েছে। গত মাসে মেট্রোপলিটন অধিক্ষেত্রে ১৩৭টি মাদকের মামলা হয়েছে। ‘হ্যালো কেএমপি’ অ্যাপ ব্যবহার করে মহানগরীর আইনশৃঙ্খলা ও অপরাধবিষয়ক তথ্য পুলিশকে জানানোর সুযোগ রয়েছে। সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম জানান, ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় জেলার ৯টি উপজেলার ৪৫৪ জন নারী খামারিকে ছাগল ও মুরগির প্রাইম শেড নির্মাণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে ছাগলের ১৪০টি শেড এবং মুরগির জন্য ৩১৪টি শেড রয়েছে। এছাড়া ডেইরি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ে ১ হাজার ৬১৯ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সভায় বিভাগীয় পাসপোর্ট দপ্তরের উপ-পরিচালক ফাতেমা বেগম জানান, গতমাসে সংশ্লিষ্ট অফিসে ৭ হাজার ৫৬১টি ই-পাসপোর্ট আবেদন গ্রহণ করা হয়েছে এবং এ সময়ে ৪ হাজার ৫০৩টি পাসপোর্ট বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত