ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সীতাকুণ্ড উপকূল থেকে কিশোরের মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড উপকূল থেকে কিশোরের মরদেহ উদ্ধার

সীতাকুণ্ডের কুমিরা সাগর উপকূল থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে কুমিরা নৌ পুলিশ। গতকাল সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কিশোরের বয়স আনুমানিক ১৮ বছর। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের সাগর উপকূলে একটি মরদেহ সাগরে ভাসতে দেখে স্থানীয় উপকূলবাসী। পরে কুমিরা নৌ পুলিশকে খবর দিলে তারা ও গাউছিয়া কমিটি যৌথভাবে মরদেহটি উদ্ধার করেন। কুমিরা নৌ পুলিশের ইন্সপেক্টর মো. নাছির বলেন, কুমিরা সাগর উপকূলীয় এলাকায় জোয়ারের পানিতে একটি কিশোরের মরদেহ ভাসছে, এমন সংবাদের ভিত্তিতে আমরা ও গাউছিয়া কমিটির সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছে কিশোরের মরদেহটি উদ্ধার করি। তার নাম এমদাদ হোসেন, বাড়ি কুমিল্লার নাঙলকোটে। গত শুক্রবার ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে কুমিল্লায় একটি পাথর বোঝাই লাইটারেজ জাহাজ সাগরে ডুবে যায়, সেখানে থাকা অন্যরা সাঁতার কেটে তীরে উঠলেও এমদাদ হোসেন সাগরের পানিতে তলিয়ে যায়। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ বলেছেন কুমিরা নৌ পুলিশ একটি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোর এমদাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং মরদেহটি সুরতহালের কাজ চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত