ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চাঁপাইয়ে ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন

চাঁপাইয়ে ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন

গত একদশকে চাঁপাইনবাবগঞ্জের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ১১টি প্রকল্পের মাধ্যমে জেলার ২৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করা হয়েছে। এতে সরকার ব্যয় করেছে প্রায় ৩৪৫ কোটি টাকা। বহুতল শিক্ষা ভবনের পাশাপাশি প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর করতে কাজ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি চাঁপাইনবাবগঞ্জের ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন। প্রতিষ্ঠানগুলো হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ, নাচোল টেকনিক্যাল স্কুল ও কলেজ, কয়লারদিয়াড় উচ্চ বিদ্যালয়, আটরশিয়া উচ্চ বিদ্যালয়, বংপুর উচ্চ বিদ্যালয়, শিবনগর মহিলা দাখিল মাদ্রাসা, নামোটিকরি আলিম মাদ্রাসা, কানসাট সাইফুদ্দিন মেমোরিয়াল ফাজিল মাদ্রাসা, বাঙ্গাবাড়ি দাখিল মাদ্রাসা, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসা, বেগমনগর মহিলা দাখিল মাদ্রাসা, শাহবাজপুর সোনামসজিদ ডিগ্রি কলেজ, ধাইনগর বালিকা উচ্চ বিদ্যালয়, খোন্দাকামাত বালিকা উচ্চ বিদ্যালয়, বসন্তপুর দাখিল মাদ্রাসা, কর্ণখালী আইয্যুল উলুম দাখিল মাদ্রাসা। কানসাটের সাইফুদ্দীন মেমোরিয়াল ফাজিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র সালাহউদ্দীন। ২০১৬ সালে এ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল অষ্টম শ্রেণিতে। শুরুতে পুরোনো ভবনের শ্রেণিকক্ষে চলত তার পাঠদান। কিন্তু এখন সুরম্য চারতলা ভবনে ক্লাস করে।

সালাহউদ্দীন জানান, এখন মাদ্রাসার পরিবেশ অনেক সুন্দর। আর পরিবেশ মনোরম হলে শিক্ষায় মনোযোগও বাড়ে। আগে আশপাশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সুন্দর সুন্দর ভবন ছিল। তখন নিজের প্রতিষ্ঠান নিয়ে খুবই মন খারাপ হতো। কিন্তু নিজের মাদ্রাসায়ও সুন্দর একটা ভবন আছে, এটা ভেবে ভালো লাগে। মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলামও মনে করেন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ভালো থাকলে শিক্ষার মান ভালো হয়। শিক্ষার্থীদের ফলাফলে ইতিবাচক প্রভাব ফেলে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত একদশকে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে সরকার ব্যয় করেছে প্রায় ৩৪৫ কোটি টাকা। এ সময়ে মোট ১১টি প্রকল্পের মাধ্যমে জেলার ২৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করা হয়। এর মধ্যে রয়েছে একাডেমিক ভবন কামণ্ডপরীক্ষা কেন্দ্র, প্রশাসনিক ভবন, ছাত্রাবাস, ছাত্রীনিবাস, কারিগরি ওয়ার্কসপ ভবন, অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ, সীমানা প্রাচীর, ফটক নির্মাণ, গভীর নলকূপ স্থাপনসহ অন্যান্য। চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জিল্লুর রহমান জানান, নতুন যে ভবনগুলো নির্মাণ করা হয়েছে সেগুলোতে রয়েছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা। এখানে সোলার সিস্টেম লাগানো আছে। শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যুতের আংশিক চাহিদা মেটানো যাবে এই সোলার বিদ্যুৎ দিয়ে। এছাড়া প্রশস্ত শ্রেণিকক্ষে বাতাস চলাচলের দিকটাও বিবেচনা করা হয়েছে। পাশাপাশি রয়েছে ছেলেমেয়েদের জন্য আলাদা স্বাস্থ্যসম্মত টয়লেট। এছাড়া প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বজ্রপাত নিরোধক যন্ত্র স্থাপন করা হয়েছে। ভবনগুলোতে দৃষ্টিনন্দন রুফ টাইলস লাগানো হয়েছে। এতে করে ভবনের সৌন্দর্যও বেড়েছে অনেক গুণে। তিনি জানান, ভবনগুলোর নির্মাণের সময় কাজের গুণগত মানও যাচাই করা হয়েছে সঠিকভাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি কমিটি করে দেয়া হয়। ওই কমিটি নির্মাণকাজের গুণগত মান যাচাই করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত