গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি এবং বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত ডা. জাফরুল্লাহ্ চৌধুরীর ঘনিষ্ঠ বন্ধু এম জাকারিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বেলা ১১টায় সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আছর বারিধারা জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। জাহাজ ব্যবসায়ী এম জাকারিয়া ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের নানাভাবে সাহায্য করেন। মুক্তিযুদ্ধ পরবর্তী তিনি ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলতে ও এর উন্নয়নে অনবদ্য ভূমিকা রাখেন। দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর গত মঙ্গলবার রাত সাড়ে ১২টায় বারিধারার নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের বর্তমান ট্রাস্টি চেয়ারপারসন ও গণবিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক আলতাফুন্নেসার সহধর্মী ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।