সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চাঞ্চল্যকর চালক হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা হলো- সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া উত্তরপাড়া গ্রামের মৃত বাবু সেখের ছেলে খোকন শেখ (২৩) ও সামাদ সেখের ছেলে সাদ্দাম শেখ (২২)। ওসি (ডিবি) জুলহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত মঙ্গলবার সন্ধ্যা রাতে যাত্রীবেশি তিন দুর্বৃত্ত কামারখন্দে পাত্রী দেখার কথা বলে মানিকের ইজিবাইক ভাড়া করে এবং ওই উপজেলার ঝাঐল উত্তরপাড়া এলাকায় পৌছলে এন্টিকাটার ধরে চালক মানিককে বেঁত ক্ষেতে নিয়ে গলাকেটে হত্যার পর তার ইজিবাইক নিয়ে যায়। সে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর উত্তরপাড়া পূর্বচর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। এ ব্যাপারে নিহতের মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা করেন। এ মামলার ছায়া তদন্তে নামে ডিবি পুলিশ। বিশেষ তথ্য প্রযুক্তির মাধ্যমে এ নির্মম হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার ব্যবধানে বুধবার মধ্যরাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর খোকনের দেয়া তথ্য মতে, রাতেই বেলকুচি উপজেলার তার দুলাভাই আশরাফুল ইসলামের বাড়ি থেকে ছিনতাই হওয়া ইজিবাইক ও হত্যাকাণ্ডে ব্যবহৃত এন্টিকাটার উদ্ধার করা হয়। এ মামলার অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।