যুদ্ধবিরতি শেষে ফের হামলা শুরু করবে ইসরাইল
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চারদিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পরই ফের গাজায় হামলা চালানো শুরু হবে বলে জানিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যাল্যান্ট। গতকাল হামাস ও ইসরাইলের মধ্যে চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়। এদিন ইসরাইলে যান ইতালির পররাষ্ট্রমন্ত্রী। ইতালিয়ান মন্ত্রীর কাছে পুনরায় হামলা শুরুর কথা বলে গ্যালান্ট। তিনি বলেছেন, ‘লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমরা থামব না; হামাসকে ধ্বংস করা এবং জিম্মিদের ইসরাইলে ফিরিয়ে আনা আমাদের লক্ষ্য। গাজায় ২৪০ জন জিম্মি রয়েছে- যেটি আমরা মানতে পারব না এবং সহ্য করব না।’ তিনি আরো বলেছেন, ‘চারদিনের যুদ্ধবিরতি একটি স্বল্পকালীন বিরতি। এই যুদ্ধবিরতির পর আমরা পূর্ণ সামরিক শক্তি নিয়ে অভিযান চালাব।’ গত ৭ অক্টোবর ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস। ওইদিন থেকেই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরাইল। যুদ্ধের শুরু থেকে গাজায় নির্বিচারে ব্যাপক বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এতে এখন পর্যন্ত ১৪ হাজার ৮৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে শিশু হলো ৬ হাজার ১৫০ জন। কাতার ও মিসরের ব্যাপক কূটনৈতিক তৎপরতার পর হামাস ও ইসরাইলে চারদিনের যুদ্ধবিরতিতে রাজি হয়। যা স্থানীয় সময় গতকাল সকাল ৭টা থেকে শুরু হয়। চারদিনের এ যুদ্ধবিরতির মধ্যে হামাস ৫০ জিম্মিকে মুক্তি দেবে। অপরদিকে ইসরাইল তাদের কারাগার থেকে ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে। এছাড়া এ সময়ের মধ্যে গাজায় বিপুল ত্রাণ প্রবেশের সুযোগ দেবে ইসরাইল।