ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মশা মারতে আরো তৎপর হচ্ছে ডিএসসিসি

মশা মারতে আরো তৎপর হচ্ছে ডিএসসিসি

নভেম্বরের শেষ দিকে এসেও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত আছে। এই অবস্থায় মশা মারতে আরো তৎপর হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। একযোগে ৭৫ ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনা করবে সংস্থাটি। গতকাল শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির ওয়ার্ড পর্যায়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। ডা. ফজলে শামসুল কবির বলেন, বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের ওপর পাক্ষিক পর্যালোচনা সভায় মেয়রের নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে- প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কর্মীরা ঠিকমতো কাজ করছে কি না এবং মশক নিয়ন্ত্রণে ব্যবহৃত যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না- তা দেখতে কাউন্সিলরদের তদারকি জোরদার করতে হবে। পাশাপাশি আঞ্চলিক পর্যায়ে নির্বাহী কর্মকর্তারা এবং সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা বিষয়গুলো তদারকি ও মনিটর করবেন। সহকারী স্বাস্থ্য কর্মকর্তাদের প্রতিদিন ন্যূনতম দুটি ওয়ার্ডের মশক নিধন কাজ পরিদর্শন ও তদারকি করতে হবে। ডিএসসিসি বলছে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনোভাবেই যেন মশার উপদ্রব না বাড়ে সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে মশক কর্মীদের সঠিকভাবে দায়িত্ব পালন এবং মশক নিধনে ব্যবহৃত যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত