ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বেরোবিতে দুই দিনব্যাপী আন্তঃবিভাগ বিতর্ক উৎসবের উদ্বোধন

বেরোবিতে দুই দিনব্যাপী আন্তঃবিভাগ বিতর্ক উৎসবের উদ্বোধন

‘সম্ভাবনার আগামী গড়বো’ প্রতিপাদ্য এবং ‘যুক্তির মিছিলে ভাঙি মগজের কারফিউ’ স্লোগানকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রথম আন্তঃবিভাগ বিতর্ক উৎসব। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ পাশে জাতীয় সংগীতের মাধ্যমে এ উৎসবের সূচনা হয়। বেরোবি ডিবেটিং সোসাইটি আয়োজিত দুই দিনব্যাপী বিতর্ক উৎসবের প্রথম দিন গতকাল নক আউট পর্ব অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় দিন আজ কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, ফাইনাল, পুরস্কার বিতরণী ও সমাপনী পর্বের মধ্য দিয়ে বিতর্ক প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে। বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের ১৬টি দল অংশগ্রহণ করেন। বিতর্কে স্পিকারের দায়িত্ব পালন করেন বেরোবি ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর ও একাউন্টিংয়ে- ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক। বিতর্ক প্রতিযোগীতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন একাউন্টিং এ- ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক শাহিনুর রহমান, ইংরেজি বিভাগের শিক্ষক জিনাত শারমিন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক মহুয়া সবনম, বাংলা বিভাগের শিক্ষক খায়রুল আলম, ম্যানেজমেন্ট এ- ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক খাদিজা শারমিন ও কারমাইকেল কলেজের সাবেক অধ্যাপক শাহ আলম প্রমুখ। দুই দিনব্যাপী শুরু হওয়া এ বিতর্ক উৎসবে সহযোগী পার্টনার হিসেবে রয়েছে জননী, সেভ দ্য চিলড্রেন, আইসিডিডিআর.বি, আরডিআরিএস বাংলাদেশ ও কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। প্রসঙ্গত, ‘বেরোবি ডিবেটিং সোসাইটি’ বিভিন্ন প্রতিযোগীতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ধরনের বিতর্ক আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে যুক্তির চর্চা ছড়িয়ে দিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত