রাজধানীর সড়ক
ছুটির দিনে কোথাও যানজট কোথাও ফাঁকা
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
চলমান রাজনৈতিক পরিস্থিতিতে চলছে একের পর এক হরতাল-অবরোধ। তবে অবরোধ মুক্ত থাকছে শুক্র ও শনিবার। সব মিলিয়ে ঢাকার সড়কে যান চলাচল স্বাভাবিক। কোনো কোনো সড়কে যানজট দেখা গেছে। তবে গণপরিবহনের সংখ্যা কিছুটা কম।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে এমন চিত্র। এরমধ্যে পল্টন, মতিঝিল, গুলিস্তান, কাকরাইল, শান্তিনগর এলাকায় গাড়ি চলাচল স্বাভাবিক। এসব সড়কে তেমন যানজটের দেখা মেলেনি। তবে রামপুরা থেকে আবুল হোটেল পর্যন্ত কিছুটা যানজট ছিল। এছাড়া বাড্ডাতে যানবাহনের চাপ থাকলেও হাতিরঝিল ছিল ফাঁকা। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ, বকশীবাজার ও হানিফ ফ্লাইওভারের প্রবেশ মুখে যান চলাচল স্বাভাবিক। তেমন যানজট দেখা যায়নি। অপরদিকে চিটাগাং রোড, রায়েরবাগ, শনির আখরা সড়কে স্বাভাবিক রয়েছে যান চলাচল। অন্যদিকে শুক্রবার হওয়ায় বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে মানুষের ভিড় দেখা গেছে। এতে করে কারওয়ান বাজার মোড়ে যানজটে পড়তে হচ্ছে। সেই যানজট আবার ফার্মগেট, বাংলামোটর ও পান্থপথে ছড়িয়েছে। এছাড়া মগবাজার, বাংলামোটর, রাশেদ খান মেনন সড়ক, শাহবাগ সড়কে গাড়ির চাপ রয়েছে। নিউমার্কেটে, সায়েন্সল্যাবের দিকেও গাড়ি চলাচল বেশি। তেজগাঁও ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম আলোকিত বাংলাদেশকে বলেন, রাস্তাঘাটে যান চলাচল স্বাভাবিক। সকালে যান চলাচল কম থাকলেও বিকালের পর কিছুটা বেড়েছে।