ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কেন্দুয়ায় কমতে শুরু করেছে সবজির দাম

কেন্দুয়ায় কমতে শুরু করেছে সবজির দাম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কমতে শুরু করেছে খুচরা ও পাইকারি বাজারের শাকসবজির দাম। ফলে খুশি ক্রেতারা। গত কয়েক দিনের ব্যবধানে উপজেলার হাটবাজারগুলোতে চলতি মৌসুমের কাঁচা শাকসবজির দাম ছিল দ্বিগুণ, তা অর্ধেকে নেমে এসেছে। গত বৃহস্পতিবার বিকেলে কেন্দুয়া পৌরবাজার ও উপজেলার হাটবাজারে দেখা গেছে, গত কয়েক দিনের ব্যবধানে কাঁচা শাকসবজি কেজি প্রতি বিক্রি হচ্ছে দেশি আলু ৬০ টাকা, হল্যান্ড আলু ৪০ টাকা, বেগুন ২০ টাকা, টমেটো ৪০ টাকা, শিম ৩০ টাকা, ফুলকপি (প্রতি পিস) ২০ টাকা, বাঁধাকপি (প্রতি পিচ) ১৫-২০ টাকা, লালশাক (প্রতি আটি) ১০ টাকা, পালন শাক ১৫ টাকা, লাফাশাক ১৫ টাকা, লাউশাক প্রতি আঁটি ১৫ টাকা, দেশীয় কাঁচা টমেটো ২০ টাকা, ধনিয়া পাতা ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। কয়েকজন খুচরা শাকসবজি ক্রেতা সাধারণের সঙ্গে কথা বলে তারা জানান, এলাকায় চলতি মৌসমে পর্যাপ্ত পরিমাণে শাক কাঁচাসবজি চাষাবাদ হওয়ায় কয়েক দিনের ব্যবধানে শাকসবজির দাম কমে যাওয়ায় আমরা ক্রেতা সাধারণ হাটবাজার থেকে সবজি ক্রয় করতে পারছি। কিছুদিন আগে সবজির দাম ছিল হাতের নাগালের বাইরে। দৈনিক বাজারের কাঁচামাল ব্যবসায়ী বকুলসহ অনেকেই জানান, বাজারে প্রচুর পরিমাণে শাকসবজির আমদানি হওয়ায় সবজির দাম আগের তুলনায় অনেক কমেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত