বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক নারী-পুরুষ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে তিনটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে গতকাল দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। শহরের শান্তিনগরস্থ স্বপ্ন বাস্তবায়ন সংস্থার কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই সেবা দেওয়া হয়। পৌরসভাসহ উপজেলার দশটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা পাঁচ শতাধিক দরিদ্র নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। সকালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা। স্বপ্ন বাস্তবায়ন সংস্থার প্রধান উপদেষ্টা শাহনাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বগুড়া জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সামির হোসেন মিশু, বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের প্রফেসর ডা. নরেশ কুমার রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা, উপজেলা সমাজসেবা অফিসার ওবায়দুর রহমান, স্বপ্ন ইয়ুথ ডেভেলপমেন্ট অরগানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুমা মরিয়ম, উইমেন হেভেন ফর হিউম্যানিটির সভাপতি তাহমিনা নাছরীন, স্বপ্ন বাস্তবায়ন সংস্থার সভাপতি রোকেয়া খাতুন প্রমুখ বক্তব্য রাখেন। বগুড়া ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. মজনু মিয়া, বগুড়া বক্ষব্যাধি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এসএম তারেক-উর রহমান, গাইনি চিকিৎসক ডা. রাফসানা জাহান রিম্মি ওই চিকিৎসাসেবা প্রদান করেন।