ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঠাকুরগাঁওয়ে উদ্যোক্তা উন্নয়ন মেলা শুরু

আয়োজনে ঠাকুরগাঁওয়ে পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশন, সহায়তায় ও ইএসডিও
ঠাকুরগাঁওয়ে উদ্যোক্তা উন্নয়ন মেলা শুরু

‘প্রান্তিক উদ্যোক্তার স্বপ্নের সিঁড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় ও ইএসডিও’র আয়োজনে এবং বাস্তবায়ন দুই দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন মেলা-২০২৩ শুরু হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪টায় ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র প্রধান কার্যালয় চত্বরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইকো পাঠশালা অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং উদ্যোক্তা ড. সেলিমা রহমান। এ সময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য দেন, পিকেএসএফ এর সহকারী মহা-ব্যবস্থাপক (কার্যক্রম) ও প্রকল্প সমন্বয়কারি (পিএসিই) মো. হাবিবুর রহমান, ঠাকুরগাঁও বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক নুরেল হক, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও রত্না সিনহা, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন। এছাড়াও ইএসডিও’র বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরাসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। বক্তব্য শেষে বেলু উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তারা। ১ হাজার ৫০০ জন প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার সামর্থ্যায়ন ও ই-কমার্স ভিত্তিক বিপণন সুনিশ্চিত করার মাধ্যমে মেলায় ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার ৫১ জন সফল প্রান্তিক উদ্যোক্তাদের ৩০টি স্টল স্থান পায়। আর এসব স্টলে সাজানো হয় তাদের উৎপাদিত বিভিন্ন প্রকার কারু পণ্য, নকশিকাঁথাসহ খাবার আইটেমের নানা পণ্য। মেলার প্রথম দিনে ক্রেতা ও দর্শনার্থীদের ভির ছিল লক্ষ্য করার মতো। ক্ষুদ্র উদ্যোগে উৎপাদিত পণ্যের মানোন্নয়ন, ব্রান্ডিং এবং ই-কমার্স ভিত্তিক বিপণন এর ক্ষেত্রে এই মেলা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন মেলায় অশংগ্রণকারী নারী উদ্যোক্তারা। উল্লেখ্য-ঠাকুরগাঁওয়ে পল্লি কর্মণ্ডসহায়ক ফাউন্ডেশনের পিএসিই প্রকল্পের আওতায় ‘ক্ষুদ্র উদ্যোগে উৎপাদিত পণ্যের মানোন্নয়ন, ব্রান্ডিং এবং ই-কমার্স ভিত্তিক বিপণন’ বিষয়ক উপ-প্রকল্প কার্যক্রমটি ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় বাস্তবায়ন করছে ইএসডিও।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত