ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঢাবি উপাচার্যের সাথে চীনের এনজেআইটিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সাথে চীনের এনজেআইটিটি প্রতিনিধিদলের সাক্ষাৎ

চীনের নানজিং ভোকেশনাল ইনস্টিটিউট অফ ট্রান্সপোর্ট টেকনোলজি (এনজেআইটিটি)-এর ডেপুটি পার্টি সেক্রেটারি মি. ওয়েন এইমিংয়ের নেতৃত্বে ছয় সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন এনজেআইটিটি-এর রোড, ব্রিজ অ্যান্ড হারবার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক জিয়াং লিং এবং সহযোগী ডিন অধ্যাপক ঝাও ইয়ানজিং, আর্কিটেকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ঝাং ওয়েনবিন, ইন্টারন্যাশনাল চাইনিজ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড রিসার্স সেন্টারের পরিচালক মি. ঝি ঝিয়াওঝুন এবং ডেভেলপমেন্ট প্ল্যানিং অফিসের ডেপুটি ডিরেক্টর মি. ঝাং দাওয়েই। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ অ্যান্ড অ্যানভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান এবং জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এনজেআইটিটি’র মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এ সময় তারা উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর সাথে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর ব্যাপারে আগ্রহ প্রকাশের জন্য এনজেআইটিটি প্রতিনিধিদলকে আন্তরিক ধন্যবাদ জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত