বেরোবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) অভিযোগ প্রতিকার ব্যবস্থা বাস্তবায়ন বিষয়ে অংশীজনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ৩ এর পরীক্ষার হলে বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটির সভাটি অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ। উপাচার্য বলেন, বিভিন্ন বিভাগের ক্লাস প্রতিনিধিদের সঙ্গে এই সভার মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যাগুলো জানার সুযোগ তৈরি হবে। কিছু কিছু সমস্যার সমাধানও করা হবে এবং আগামীতে শিক্ষার্থীদের সমস্যাগুলো কমে আসবে। সকলের প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় আরো সামনে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন বেরোবি উপাচার্য। অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. মতিউর রহমানের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সৈয়দ আনোয়ারুল আজিম বক্তব্য রাখেন। অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটির বিকল্প ফোকাল পয়েন্ট ও জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী, অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উপরেজিস্ট্রার তহমিনা আফরোজ এবং বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস প্রতিনিধিরা এ সভায় উপস্থিত ছিলেন।