জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জে ৬টি সংসদীয় আসনের মধ্যে আওয়ামী লীগের ৩টি আসনে নৌকার মাঝি পরিবর্তন করা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী সিরাজগঞ্জে নৌকার মাঝিগণ হলেন, সিরাজগঞ্জ-১ আসনের (কাজিপুর-সদরের একাংশ) বর্তমান এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ আসনের (সদরের একাংশ ও কামারখন্দ) বর্তমান এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার পরিবর্তে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ-৩ আসনের (রায়গঞ্জ-তাড়াশ) বর্তমান এমপি ডা. আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-৪ আসনের (উল্লাপাড়া) বর্তমান এমপি তানভীর ইমামের পরবির্তে বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি শফিকুল ইসলাম শফি, সিরাজগঞ্জ-৫ আসনের (বেলকুচি ও চৌহালী) বর্তমান এমপি আব্দুল মমিন মন্ডল ও সিরাজগঞ্জ-৬ আসনের (শাহজাদপুর) বর্তমান এমপি মেরিনা জাহান কবিতার পরিবর্তে তার ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি চয়ন ইসলাম। এদিকে স্ব-স্ব নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও শান্তিপূর্ণভাবে আনন্দ মিছিল বের করা হয়েছে। উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশন গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেন। আগামী ৭ জানুয়ারি (রোববার) সারা দেশে ৩০০ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।