মনোনয়নপত্র জমাদানে সময় ৭ দিন বাড়ানোর দাবি মুক্তিজোটের

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

মনোনয়নপত্র জমাদানে ৭ দিন সময় বৃদ্ধির দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিয়েছে মুক্তিজোট। গতকাল বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের পরিচালনা বোর্ডের প্রধান মো. শাহজামাল আমিরুল নির্বাচন কমিশন বরাবর এই চিঠি দেন। চিঠিতে নিবন্ধিত দলটি জানায়, ‘দেশে গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে নির্বাচনের বিকল্প নেই। কিন্তু সেই নির্বাচন হতে হবে অবাধ, নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণমূলক। আমরা চাই ৩০০ আসনে প্রার্থী প্রদানের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে। সেইসঙ্গে নির্বাচন কমিশনকে অনুরোধ করব সবার অংশগ্রহণ নিশ্চিত করতে মনোনয়নপত্র জমাদানের তারিখ আরো ৭ দিন বাড়িয়ে দেওয়া হোক।’ শাহজামাল আমিরুল বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং জনতার ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যেই এ দাবি।’