দেবতুল্য ডাক্তার ছিলেন বলেই বেঁচে আছি

বললেন সেলিনা হোসেন

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশের চিকিৎসা খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে- উল্লেখ করে বিশিষ্ট কথা সাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন, আমাদের জন্ম থেকে মৃত্যু অবধি আমরা ডাক্তারদের কাছে ঋণী। আমার জন্য দেবতুল্য একজন ডাক্তার ছিলেন বলেই এখন পর্যন্ত বেঁচে আছি। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেলিনা হোসেন বলেন, ডাক্তাররা আমাদের ভালো রাখেন। কখনো নতুন জীবন দেন। সনাতনরা বলেন, বৈদ্যি রূপী নারায়ণ। পশ্চিমে বলে সেকেন্ড গড। কথাটা কিন্তু সত্য। আমার জীবনে এ রকম কিছু অভিজ্ঞতা হয়েছে। ছোটবেলায় আমি একবার ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। সবাই ধরে নিয়েছিল আমি হয়ত বাঁচব না। কিন্তু আমি বেঁচে আছি। একজন দেবতুল্য ডাক্তার ছিলেন আমার সেই বেঁচে থাকার নেপথ্যে। সেলিনা হোসেন আরো বলেন, আমার বয়স হয়েছে। এখনো আমাকে ডাক্তারদের সেবা, পরামর্শ নিতে হয়। আমার দিন কাটে ডাক্তার, নার্স আর নানারকম ওষুধ পথ্যের সান্নিধ্যে। ডাক্তাররা ঈশ্বরের আশীর্বাদপুষ্ট।