নাশকতার মামলার চার আসামি গ্রেপ্তার
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
পুলিশের কাজে বাধা দান ও হত্যার উদ্দ্যেশ্যে হামলা সংক্রান্ত নাশকতার মামলায় চার নাশকতাকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার নাশকতাকারীরা হলেন, মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার বয়রাগাদি ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মো. আশিক শেখ, মোহাম্মদ নুরুজ্জামান, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কোরগাছা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারিক আজিজ, মো. সাকিব হোসেন, পিতা-মো. মাহাবুব হোসেন। গত সোমবার থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেপ্তার আসামিরা বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সঙ্গে তাদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। এছাড়াও তারা ইতোপূর্বে রাজধানীর, আদাবর, ডেমরা, কোতোয়ালি, বংশাল, লালবাগ এবং মুন্সীগঞ্জ ও সাতক্ষিরা জেলার বিভিন্ন এলাকায় গাড়ি ভাংচুর, বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতামূলক কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে জানা যায়। গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।