জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না নৌকার মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এরইমধ্যে তিনি জেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিনি সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসন থেকে ২০১৪ সালে নৌকার মনোনয়নে এমপি নির্বাচিত হন এবং ২০১৮ সালে পুনরায় নৌকার মনোনয়ন পেয়ে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন তিনি। এমপি নির্বাচিত হওয়ার পর তিনি বিভিন্ন টকশোতে বিরোধীদের কর্মকাণ্ড নিয়ে ব্যাপক ঝড় তুলতেন। তিনি বিগত সময়ের উন্নয়ন কর্মকাণ্ড ও দলের প্রতি আস্থাশীল হিসেবে আশাবাদী ছিলেন এবারো তিনি দল থেকে মনোনয়ন পাবেন। কিন্তু তিনি দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। এ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. জান্নাত আরা হেনরী। তিনি ২০০৮ সালে নৌকার মনোনয়ন পেয়েছিলেন এবং সামান্য ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী রুমানা মাহমুদের কাছে পরাজিত হন। এ নির্বাচনে অংশগ্রহণে ওই আসনে মঙ্গলবার দুপুরে ডা. হাবিব মিল্লাত মুন্না স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেন।