দিনাজপুরের ছয় আসনে ৩৪ জনের মনোনয়নপত্র দাখিল

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনে ৩৪ জন সংসদ সদস্য পদপ্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল ছিল নির্বাচন কমিশন ঘোষিত মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গতকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জেলার ছয়টি সংসদীয় আসনে ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। কেউ কেউ রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাকিল আহমেদের কাছে এবং অনেকে নিজ নিজ উপজেলায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। দিনাজপুর-২ আসনের ছাড়া বাকি ৫টি আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পাশাপাশি সেই দলের স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে দিনাজপুর-৪ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে গতকাল মনোনয়নপত্র দাখিল করেন। দিনাজপুরে আসনওয়ারী প্রার্থীর তালিকা দেয়া হলো- দিনাজপুর-১ আসন ১। মনোরঞ্জনশীল গোপাল (আওয়ামী লীগ) ২। আবু হোসাইন বিপু (আওয়ামী লীগ স্বতন্ত্র) ৩। আব্দুল হক (ওয়ার্কার্স পার্টি) ৪। জাকারিয়া জাকা (আওয়ামী লীগ স্বতন্ত্র) ৫। শাহিনুর ইসলাম (জাতীয় পার্টি) ৬। জহুরুল ইসলাম (এনপিপি) ৭। বিভূতি ভূষণ (জাকের পার্টি) দিনাজপুর-২ আসনে ১। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (আওয়ামী লীগ) ২। মতিউর রহমান (জাকের পার্টি) ৩। আনোয়ার চৌধুরী জীবন (জাপা স্বতন্ত্র) ৪। মাহবুব আলম (জাতীয় পার্টি) দিনাজপুর-৩ আসন ১। হুইপ ইকবালুর রহিম (আওয়ামী লীগ) ২। রাশেদ পারভেজ (আওয়ামী লীগ স্বতন্ত্র) ৩। বিশ্বজিৎ ঘোষ (আওয়ামী লীগ স্বতন্ত্র) ৪। আহমেদ শফী রুবেল (জাতীয় পার্টি) ৫। ফরহাদ আলম (ইসলামী ঐক্যজোট) ৬। পারুল সরকার লিমা (এনপিপি) ৭। আব্দুস সালাম (স্বতন্ত্র) ৮। শিউলি খাতুন (জাকের পার্টি) দিনাজপুর ৪ আসনে-১। সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী (আওয়ামী লীগ) ২। তারিকুল ইসলাম (আওয়ামী লীগ স্বতন্ত্র) ৩। মোনাজাত চৌধুরী (জাতীয় পার্টি) ৪। আজিজা সুলতানা (এনপিপি) দিনাজপুর-৫ আসনে- ১। সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান (আওয়ামী লীগ) ২। অ্যাডভোকেট নুরুল ইসলাম (জাতীয় পার্টি) ৩। শওকত আলী (এনপিপি) ৪। হারুনের রশিদ সরকার (জাকের পার্টি) ৫। তোজাম্মেল হক (আওয়ামী লীগ স্বতন্ত্র) ৬। হযরত আলী বেলাল (আওয়ামী লীগ স্বতন্ত্র)। দিনাজপুর-৬ আসনে ১। শিবলী সাদিক (আওয়ামী লীগ) ২। আজিজুল হক চৌধুরী (আওয়ামী লীগ স্বতন্ত্র) ৩। ফিরোজ সুলতান আলম (জাতীয় পার্টি) ৪। শাহনেওয়াজ ফিরোজ (স্বতন্ত্র) ৫। শাহ আলম বিশ্বাস (স্বতন্ত্র)।