ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

গাইবান্ধায় শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান

গাইবান্ধায় শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান

গাইবান্ধা পৌরপার্কে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে পরিষ্কার করার পাশাপাশি দূষণমুক্ত রাখতে পার্কে অবস্থানরত বিভিন্ন দর্শনার্থীদের সচেতন করা হয়। গতকাল শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত ইয়ুথ অর্গানাইজেশনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনটির পরিচালক জিহাদ আকন্দের নেতৃত্বে এতে অংশ নেয় উপ-পরিচালক আশফিকা জাহান আফি, সাধারণ সম্পাদক এসএম মামুন, সদস্য তাওহীদ মিয়া, শিহাব মিয়া, ফয়সাল রহমান, নাইমুর রহমান, আরিফা আক্তার, রেজোয়ান সরকার, বৃষ্টি ইসলাম, মোহাম্মদ শিমুল, অথৈ সরকার, জিম মারুফ, কারিমুন আক্তার, আতিকুর রহমান আতিক রিদয় মিয়া প্রমুখ। গাইবান্ধা ইয়ুথ অর্গানাইজেশনের পরিচালক জিহাদ আকন্দ বলেন, এ শহরটি আমাদের নিজেদের। তাই এটিকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের। পার্কের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ফেলার ডাস্টবিন রাখা থাকলেও সচেতনতার অভাবে অনেক দর্শনার্থী যেখানে সেখানে ময়লা ফেলে সৌন্দর্যকে ম্লান করে দিয়েছে। আমরা এই পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানের মাধ্যমে সবার মধ্যে পরিবেশ নিয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত